আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : কুষ্টিয়ায় জাতির জনক শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে বরিশালে পৃথক পৃথক ভাবে কর্মসূচী পালিত করা হয়েছে। মঙ্গলবার সকাল দশটা থেকে দুপুর ১২টা পর্যন্ত নগরীর সদর রোডে এ কর্মসূচি পালন করেন মুক্তিযোদ্ধা সংসদ ও বাংলাদেশ সরকারী শিক্ষক সমিতি। 

মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে প্রতিবাদবন্ধন ও সমাবেশে অংশগ্রহন করেন সেক্টর কমান্ডার ফোরাম ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড। বরিশাল মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ কুতুব উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন মেজবা উদ্দিন শাহিন খান, সৈয়দ আনিসুর রহমান, প্রদীপ কুমার ঘোষ পুতুল, আনসার আলী, শাহজাহান হাওলাদার ও এনায়েত হোসেন চৌধুরী প্রমুখ।

অপরদিকে সরকারী মাধ্যমিক শিক্ষক সমিতির আয়োজনে ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে বক্তব্য রাখেন শাহাদৎ হোসেন, তাপস কুমার শীল, আব্দুল লতিফ মল্লিক, আবু সাঈদ, পাপিয়া জেসমিন, মোহাম্মদ নুরুল ইসলাম, মাহাবুব হোসেনসহ অন্যান্যরা। এসময় বক্তারা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।

(টিবি/এসপি/ডিসেম্বর ১৫, ২০২০)