আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : অ-সাম্প্রদায়িক মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়ার অঙ্গিকার নিয়ে রাজাকার মুক্ত দেশ গড়ার দৃঢ় প্রত্যয় পুণঃব্যক্ত করে নতুন প্রজন্মর প্রতি উগ্র ধর্মীয় মৌলবাদ, জঙ্গি মুক্ত দেশ গঠনের আহ্বান জানিয়ে জাতির পিতার ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতির শ্রেষ্ঠ সন্তান আগৈলঝাড়ার বীর মুক্তিযোদ্ধারা।

এসময় মুক্তিযোদ্ধারা জাতির পিতার ভাস্কর্য ভাংচুরের সাথে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার পাশাপাশি সরকারের প্রতি দেশব্যাপি ভাস্কর্য স্থাপনেরও আহ্বান জানান তারা।

আগৈলঝাড়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের আয়োজনে মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্তর থেকে বিক্ষোভ মিছিলটি উপজেলা চত্তর থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক ঘুরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে গিয়ে শেষ হয়। মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নেতৃবৃন্দ মুক্তিযোদ্ধাদের কর্মসূচির সাথে সংহতি প্রকাশ করে প্রতিবাদ সমাবেশে অংশ গ্রহন করেন।

পরে মুক্তিযোদ্ধা সাবেক ডেপুটি কমান্ডার আবু তাহের মিয়ার সভাপতিত্বে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামেন প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন উপজেলা ভুয়া মুক্তিযোদ্ধা প্রতিরোধ কমিটির আহ্বায়ক ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত।

প্রতিবাদ সভায় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক (অব) লিয়াকত আলী হাওলাদার, বখতিয়ার সিকদার, সিরাজুল ইসলাম সরদার, ফারুক আহম্মেদ, মোজাম্মেল হক, বাবুল আহম্মেদ, মুক্তিযোদ্ধা সন্তান লিটন আবদুল্লাহ, মুরাদ সিকদার প্রমুখ।

(টিবি/এসপি/ডিসেম্বর ১৫, ২০২০)