পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি : জমি নিয়ে বিরোধের ঘটনায় বরগুনার পাথরঘাটায় সাবেক সেনা কর্মকর্তা আবুল কালাম আজাদের স্ত্রী শাহনাজ পারভীন ও ওই সেনা কর্মকর্তার শ্যালিকা হেলেনা বেগমের ওপর হামলার ঘটনা ঘটেছে। প্রতিপক্ষ স্থানীয় দলিল লেখক জসিম উদ্দীন তার স্ত্রী আকলিমা বেগম ভাই শাহীন ও বাচ্চু চাপরাশি হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বেলা সাড়ে ১০টার দিকে বিরোধী ওই জমিতে। পরে সাবেক সেনা কর্মকর্তা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আহতরা হলেন, সাবেক সেনা কর্মকর্তা আবুল কালাম আজাদের শ্যালিকা ও পাথরঘাটা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের অফিস সহকারি কাওসার আহমেদের স্ত্রী হেলেনা বেগম (৩২) এবং সাবেক সেনা কর্মকর্তা আবুল কলাম আজাদের স্ত্রী শাহনাজ পারভীন (৪০)।

পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আয়শা সিদ্দিকা বলেন, আহত হেলেনা বেগমের মাথায় গুরুতর জখম হয়েছে। মাথায় সিটিস্ক্যান ছাড়া কিছু বলা যাচ্ছে না। তবে গুরুতর জখম হেলেনা বেগমকে দুপুরেই বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, মঙ্গলবার সকাল থেকে বিরোধীয় ২৪ দশমিক ১৬ শতক জমিতে স্থাপনা নির্মাণ কাজ চলছিল। এ খবর শুনে ওই জমির কাছাকাছি যেতেই প্রতিপক্ষ জসিম উদ্দীন, তার স্ত্রী আকলিমা বেগম ও ভাই শাহিনসহ ১০ থেকে ১২ জনে হামলা চালায়। এতে হেলেনা বেগম মাথায় গুরুতর জখম হন ও শাহনাজ পারভীন আহত হন। পরে উদ্ধার করে পাথরঘাটা হাসপাতলে ভর্তি করা হয়। পরে তাদের বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

সাবেক সেনা সদস্য আবুল কালাম আজাদ বলেন, আমার শ্যালিকা হেলেনা বেগমের মাথায়, পিঠে ও বুকে লাঠি ও রড দিয়ে প্রতিপক্ষরা আঘাত করেছে। এতে তার মাথায় গুরুতর জখম হয়। অপরদিকে ওই প্রতিপক্ষরা আমার স্ত্রী শাহনাজ পারভীনের বাম ও ডান হাতে আঘাত করেছে। এতে সেও আহত হয়েছে।

সেনা সদস্য আবুল কালাম আজাদের ভায়রা কাওসার আহমেদ বলেন, ইসমাইল হাওলাদার ও তার ওয়ারিশদের কাছ থেকে ১৪ দশমিক ১৬ শতাংশ জমি আমরা ক্রয় করেছি। কিন্তু দলিল লেখক জসিম উদ্দিন আমাদের এ জমি রেজিস্ট্রি করার সময় জাল-জালিয়াতি করেছিলেন। পরবর্তীতে দাতার কাছ থেকে ওই জমি আবারও নতুনভাবে রেজিস্ট্রি করা হয়েছে। কিন্তু দলিল লেখক জসিম উদ্দিনসহ তারা বেশ কয়েকজন এ বিভিন্ন জাল-জালিয়াতির মাধ্যমে জমি দখলের পায়তারা চালাচ্ছে। যা অবৈধ। ওই জাল-জালিয়াতির বিরুদ্ধে পাথরঘাটা সাব-রেজিস্ট্রার বরাবর লিখিত অভিযোগ করা হয়েছে।
এ ব্যাপারে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাবুদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনার সাথে সাথে ওই এলাকায় গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

(এটি/এসপি/ডিসেম্বর ১৬, ২০২০)