স্টাফ রিপোর্টার : দেশ রক্ষায় দেশের জনগণকে ঐক্যবদ্ধ করতে লংমার্চ কর্মসূচি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী আহমেদ।

রোববার সাড়ে ১০টার দিকে রাজধানীর এলিফ্যান্ট রোডে লংমার্চ কর্মসূচি সফল করতে লিফলেট বিতরণের সময় সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা আমাদের অধিকার, ভারত সরকার জোর করে বাঁধ দিয়ে তা আটকে রেখেছে। আর তাই দেশ রক্ষায় দেশের জনগণকে ঐক্যবদ্ধ করতে লংমার্চ কর্মসূচি দেওয়া হয়েছে।

রিজভী বলেন, লংমার্চ সফল করতে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এ কর্মসূচিতে সরকারের পক্ষ থেকে বাধা দেওয়া হলে প্রমাণিত হবে এ সরকার জনগণের নয়, অন্যের আশীর্বাদপুষ্ট সরকার।

এ সময় আরো উপস্থিত ছিলেন- বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবীর খোকন, আন্তর্জাতিক বিষয়ক সম্পদক নাজিমউদ্দিন আলম, বিএনপি নেতা হাবিবুল ইসলাম হাবিব, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরীন সুলতানা প্রমুখ।

প্রসঙ্গত, আগামি ২২ এপ্রিল ঢাকা থেকে তিস্তা অভিমুখে লংমার্চ শুরু করবে বিএনপি। সমাজের বিভিন্ন অংশের মানুষকে সম্পৃক্ত করতে বিভিন্ন জেলা-উপজেলায় গণসংযোগ, পথসভা, প্রচার শুরু হয়েছে। তারই অংশ হিসেবে আজ রোববার লিফলেট বিতরণ করছেন বিএনপির এই নেতারা।

(ওএস/এটি/ এপ্রিল