স্টাফ রিপোর্টার : রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় একটি মামলা করা হয়েছে, পুলিশ কর্মকর্তা মাসুদসহ চার জনের নাম উল্লেখ করে এ মামলা করা হয়েছে।

রোববার সকালে বারডেমের সিনিয়র নিরাপত্তা সুপার মো. মানিক মোল্লা বাদী হয়ে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এ মামলা করেন।

মামলায় সাবেক শ্রম প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ানের ব্যক্তিগত সহকারী ইসহাক হোসেন বাবুর নামও রয়েছে। মামলায় আসামিদের বিরুদ্ধে হাসপাতালে অবৈধ অন্প্রুবেশ, ভাংচুর ও চিকিৎসকদের ওপর হামলার অভিযোগ আনা হয়েছে।

মামলার এজাহারে বলা হয়েছে, গত ৯ই এপ্রিল পুরান ঢাকার হোসনি দালান রোডের বাসিন্দা ডায়াবেটিক রোগী সিরাজুল ইসলামকে হাসপাতালে ভর্তি করা হয়। ১৩ এপ্রিল তিনি মারা যান। এ ঘটনাকে কেন্দ্র করে আসামিরা তিনজন চিকিৎসকের ওপর হামলা করে। কিল-ঘুষি মেরে তাদের আহত করে। এ সময় শামীমা আক্তার নামে এক নারী চিকিৎসকের ওপরও হামলা হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে। এছাড়া ভাঙচুরের কারণে হাসপাতালের এক লাখ ৮৭ হাজার ক্ষতি হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

(ওএস/ এটি/ এপ্রিল ২০, ২০১৪)