কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার শিলাইদহে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ির ৬ একর জমির উপর প্রভাবশালীদের অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

পূর্বঘোষিত নোটিশ অনুযায়ী বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুরু হওয়া উচ্ছেদ অভিযানে ২টি এনজিও ও ৩টি বাড়িসহ ৩০ টি দোকান ভেঙে দেওয়া হয়।

সাংস্কৃতিক মন্ত্রনালয়ের যুগ্ম সচিব মঞ্জুরুল রহমানের নেতৃত্বে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে কুষ্টিয়ার জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবু হেনা মোস্তফা কামাল, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সোহেল রেজাসহ ৫ প্লাটুন পুলিশ, ১ প্লাটুন র‌্যাব ও কয়েক হাজার কর্মী অংশগ্রহণ করেন।
প্রসঙ্গত, রবীন্দ্রনাথ ঠাকুরের শিলাইদহ কুঠিবাড়ির সৌন্দর্য্য ফিরিয়ে আনতে আশ-পাশের ৬ একর জমি অধিগ্রহণ করে সরকার। কিন্তু স্থানীয় প্রভাবশালীরা ঐ জমির উপর অবৈধ স্থাপনা গড়ে তোলে। আদালতের রায় অনুযায়ী বৃহস্পতিবার উচ্ছেদ অভিযান চালিয়ে উক্ত জমি দখলমুক্ত করা হয়। এতে রবীন্দ্রনাথ ঠাকুরের শিলাইদহ কুঠিবাড়ি তার পুরানো সৌন্দর্য্য ফেরত পেল।

(কেএইচ/জেএ/আগস্ট ২১, ২০১৪)