শরীয়তপুর প্রতিনিধি : মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে আওয়ামী লীগ ও বিএনপি'র দলীয় প্রার্থী সহ মোট ৪ জন মেয়র পদে মনোনয়ন পত্র দাখিল করেছেন। এছাড়াও ৯টি ওয়ার্ডে ৪৭ জন কাউন্সিলর প্রার্থীসহ ৩টি সংরক্ষিত ওয়ার্ডে ১৩ জন নারী প্রার্থী শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের মনোনয়ন পত্র দাখিল করেছেন।

জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ২০ ডিসেম্বর রবিবার বিকাল ৫টা পর্যন্ত বিভিন্ন পদে নির্বাচনেচ্ছু প্রার্থীগণ তাদের মনোনয়ন পত্র দাখিল করেন। এতে মেয়র পদে ক্ষমতাশীন দল আওয়ামী লীগের প্রার্থী হিসেবে এ্যাডভোকেট পারভেজ রহমান, বিএনপি'র প্রার্থী এ্যাডভোকেট লুৎফর রহমান ঢালী, জাতীয় পার্টির সাহিদ সরদার ও ইসলামী আন্দোলনের তানভীর আহমেদ বেলাল মনোনয়ন পত্র দাখিল করেছেন।

কাউন্সিলর পদে ১ নং ওয়ার্ডে ৫ জন, ২নং ওয়ার্ডে ৪ জন, ৩নং ওয়ার্ডে ৬ জন, ৪ নং ওয়ার্ডে ৫ জন, ৫ নং ওয়ার্ডে ৫ জন, ৬নং ওয়ার্ডে ৪জন, ৭নং ওয়ার্ডে ৪জন, ৮নং ওয়ার্ডে ৫জন এবং ৯নং ওয়ার্ডে ৯জন মোট ৪৭জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র দাখিল করেন। এছাড়াও ৩টি সংরক্ষিত মহিলা ওয়ার্ডের ১নং ওয়ার্ডে ৩ জন, ২নং ওয়ার্ডে ৬জন এবং ৩নং ওয়ার্ডে ৪জন মোট ১৩ জন নারী প্রার্থী তাদের মনোনয়ন পত্র দাখিল করেছেন।

আগামী ২২ ডিসেম্বর মনোনয়ন পত্র বাছাই, ২৯ ডিসেম্বর প্রত্যাহার এবং ৩০ ডিসেম্বর প্রতীক বরাদ্দ করা হবে। ১৬ জানুয়ারি, ২০২১ ভোট গ্রহণের কথা রয়েছে।

(কেএনআ্‌ই/এসপি/ডিসেম্বর ২০, ২০২০)