অমল তালুকদার, পাথরঘাটা (বরগুনা) : বরগুনার পাথরঘাটা কোস্টগার্ড অভিযান চালিয়ে একটি হরিণের মাথাসহ তিনটি হরিণের চামড়া উদ্ধার করেছে। 

সোমবার রাত ৯টার দিকে পাথরঘাটার জিনতলা এলাকার খালের গোড়া থেকে পরিত্যক্ত অবস্থায় মাথাসহ ওই চামড়াগুলো উদ্ধার করা হয়।

কোস্টগার্ড দক্ষিণ জোনের পাথরঘাটা স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট ফাহিম শাহরিয়ার বলেন, গোপন সংবাদে বিষখালী নদী সংলগ্ন পাথরঘাটা সদর ইউনিয়নের জিনতলা এলাকায় অভিযান চালানো হয়। এ সময় কোস্টগার্ড সদস্যদের অবস্থান টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়। পরে জিনতলা খালের গোড়া থেকে একটি হরিণের মাথাসহ তিনটি হরিণের চামড়া উদ্ধার করা হয়। পরে হরিণের মাথাসহ ওই তিনটি চামড়া পাথরঘাটা বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ ব্যাপারে বনবিভাগের পাথরঘাটা সদর বিট কর্মকর্তা পলাশ চক্রবর্তী বলেন, এ ঘটনায় পাথরঘাটা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। অপরদিকে হরিণের মাথাটি কেরোসিন দিয়ে মাটিচাপা ও হরিণের তিনটি চামড়া সংরক্ষণের ব্যবস্থা নেওয়া হয়েছে।

(এটি/এসপি/ডিসেম্বর ২২, ২০২০)