অমল তালুকদার, পাথরঘাটা (বরগুনা) : গভীর বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ১৬দিন ধরে একটি মাছ ধরা ট্রলারসহ ১৮ জেলে নিখোঁজ রয়েছে। সাগর থেকে জেলেরা ফিরে না আসা এবং তাদের সন্ধান না পাওয়ায় ট্রলার মালিক মো. নুরুল ইসলাম সোমবার (২১ ডিসেম্বর) সন্ধায় বরগুনা সদর থানায় একটি সাধারন ডায়েরি করেছেন।

নিখোঁজ জেলেদের মধ্যে ১১ জনের বাড়ি বরগুনা জেলার গুলিশাখালী ও বাকি ৭জনের বাড়ি ভোলার নুরাবাদ সহ আশেপাশের এলাকায় বলে জানাগেছে।

ট্রলার মালিক মো. নুরুল ইসলাম এ খবরের সত্যতা স্বীকার করেছেন। ১৮ জন জেলের মধ্যে বরগুনার গুলিশাখালী গ্রামের আলমগীর,বাবুল, রিপন, মোশারেফ এবং ভোলা নুরাবাদের ট্রলার মাঝী ফারুকের নাম জানা গেছে।

ট্রলার মালিক নুরুল ইসলাম সাংবাদিকদের জানিয়েছেন, গত ৬ ডিসেম্বর বরগুনার গুলিশাখালী থেকে ১৮ জেলেসহ প্রয়োজনীয় রসদ নিয়ে মাছ শিকারের জন্য সমুদ্র অভিমুখে যাত্রা করেন তারা।

বেশীরভাগ সময়েই ৮ অথবা ১০/১২ দিনের মধ্যে তিরে ফিরে আসেন মাছ অাহরনকারী জেলেরা। কিন্তু এইবারে সম্ভাব্য সময়ের মধ্যে সমুদ্রে অবস্থানরত জেলেরা ফিরে না আসায় এবং জেলেদের সাথে কোন যোগাযোগ করতে না পারায় বরগুনা সদর থানায় জিডি করতে বাধ্য হন তারা।

তিনি আরও জানান, যে বাজার সদায় নিয়ে যাওয়া হয়েছে তাতে মাত্র ৮ থেকে ১০ দিনের মতো চলার কথা। এখনো তিরে না পৌছুনোর কারনে ধারণা করা হচ্ছে ইঞ্জিন বিকল হয়ে সাগরে ভাসতে ভাসতে দেশের সমুদ্রসীমা লঙ্ঘন করে ভিনদেশী জলসীমায় চলে যেতে পারে তারা।

বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরি বলেন, ট্রলার মালিক আমাদের বিষয়টি জানিয়েছে। আমরা আইনের সহযোগিতা চেয়েছি এবং সমিতির পক্ষ থেকেও অনুসন্ধান করা হবে।

বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) কে.এম. তারিকুল ইসলাম সোমবার রাতে সাংবাদিকদের বলেন, নুরুল ইসলাম নামে এক ব্যক্তি থানায় জিডি করেছেন। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।

(এটি/এসপি/ডিসেম্বর ২২, ২০২০)