আশজাদ রসুল সিরাজী, গাজীপুর : গাজীপুরে অবস্থিত বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের ওয়েবসাইটে বঙ্গবন্ধুর নামের বানানে ‘ভুল’। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের ওয়েবসাইটের নোটিস বোর্ডের ৯১৩ নম্বর সিরিয়ালে বঙ্গবন্ধুর নামের বানানে ‘ভুল’টি যেন দেখার কেউ নেই। বিগত প্রায় দশটি মাস ধরে ‘ভুল’ বানানে চলছে বঙ্গবন্ধুর নাম।

জন্মশতবার্ষিকী উপলক্ষে একটি নোটিসের সূচনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম ভুল বানানে লেখা হয়েছে।

জানা যায়, বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উপলক্ষে ৪ ফেব্রুয়ারি ২০২০ তারিখে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কৃষি তথ্য সার্ভিস খামারবাড়ি অঞ্জন কুমার বড়ুয়া স্বাক্ষরিত একটি চিঠিতে বঙ্গবন্ধু নামের বানান সঠিকভাবে বলা হলেও বাংলাদেশ কৃষি গবেষনা ইনস্টিটিউট কতৃক (বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান) তা ভুল ভাবে প্রকাশ করা হয়।

বঙ্গবন্ধুর নামের বানান ব্যবহারে ভুল করা অমার্জনীয়, এ ঘটনায় বিজ্ঞানীরা ক্ষুব্ধ।

এ ব্যাপারে বাংলাদেশ কৃষি গবেষনা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মো: নাজিরুল ইসলাম বলেন, ভুল তো ভুলই, যেহেতু সংশোধন করার রাস্তা আছে আমরা সংশোধন করে দিবো।

এদিকে, অবহেলা ও উদাসীনতার কারণে এমন ভুল হয়েছে বলে মন্তব্য করেছেন বিজ্ঞানীরা।

(এস/এসপি/ডিসেম্বর ২৩, ২০২০)