শেরপুর প্রতিনিধি : শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে বিজিবি’র ২৭ ব্যাটালিয়ন বি-কোম্পানীর চৌকিদার টিলা বিওপিতে (বর্ডার আউট পোস্ট) কাজ করার সময় এক বিজিবি হাবিলদার মারা গেছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে এ ঘটনা ঘটে।

মৃত্যুবরণকারী বিজিবি হাবিলদার আবুল কালাম আজাদ (৫০) মাগুরা জেলার সদর উপজেলার বাসিন্দা বলে জানান ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার মো. বাকীবিল্লাহ।

বিজিবি’র ২৭ ব্যাটালিয়ন বি-কোম্পানীর চৌকিদার টিলা ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার মো. বাকীবিল্লাহ জানান, হাবিলদার আবুল কালাম আজাদ বিওপিতে কাজ করার সময় সকাল সাড়ে ১০ টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এসময় তাকে দ্রুত নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি জানান, সকাল আটটার দিকে তিনি সুস্থ অবস্থায় নাস্তাও সেরেছেন। নাস্তা সেরে বিওপি‘র ভেতরেই তিনি হালকা কাজকর্ম করছিলেন।

ক্যাম্প কমান্ডার আরও জানান, বিজিবি হাবিলদার আবুল কালাম আজাদের লাশ দুপুরে বিজিবি’র ময়মনসিংহ ২৭ ব্যাটালিয়ন সদর দপ্তরে নেওয়া হয়েছে। সেখান থেকে তাঁর লাশ গ্রামের বাড়িতে পাঠানো হবে।
বিজিবি হাবিলদারের মৃত্যুর প্রসঙ্গে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মেহেদী হাসান জানান, সম্ভবত তার হার্টের সমস্যা ছিল। হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যেতে পারে।

(এইচবি/জেএ/আগস্ট ২১, ২০১৪)