অরিত্র কুণ্ডু, ঝিনাইদহ : গ্রামের নাম উমেদপুর, ভোটার মাত্র চারশত,এমন কম লোকসংখ্যার কারণেই হয়তো সেখানকার বসতিদের কপালে জোটেনি কোন রাস্তাঘাট। জনপ্রতিনিধিদের কাছেও হয়েছেন উপেক্ষিত। যুগ থেকে যুগান্তর পার হয়ে গেলেও সেখানকার কৃষক, শ্রমজীবি, খেঁটে খাওয়া মানুষগুলোর যাতায়ত-চলাচলের জন্য হয়নি কোন পাকা রাস্তা। এমনকি ছিল না ভাল কাঁচা রাস্তাও।

আর এমনটি দেখে ব্যাক্তিগত উদ্যোগে নয় লাখ টাকা খরচ করে গ্রামবাসীর জন্যে রাস্তা করে দিলেন নিয়ামুল করিম টিপু নামের একজন সমাজ সেবক। তিনি মিকা ফার্মা কেয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। তার বাড়ি ঝিনাইদহের শৈলকুপার এই উমেদপুর গ্রামে।

গ্রামবাসী জানান, প্রায় ১কিলোমিটার রাস্তা এখন পাকা হওয়ায় তাদের আনন্দের সীমা নেই । গ্রামটির অনেকে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নিয়ামুল করিম টিপুর কাছে। গ্রামবাসী তার পিতা হাফেজ আব্দুল করিমের নামে সড়কটির নামকরণ করেছেন। আজ বিকালে, রাস্তাটি চলাচলের উদ্বোধন করা হয়। এসময় গ্রাম সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।

গ্রামের বাসিন্দা মিজানু রহমান, মোজাব্বার আলী সাদি সহ কয়েকজন জানান, বিভিন্ন জনপ্রতিনিধিদের কাছে বছরের পর বছর ধর্ণা ধরে আসলেও কেউ কথা রাখেনি। তাদের রাস্তা করে দেয়নি। এমন অবস্থায় ব্যাক্তি উদ্যোগে রাস্তা নির্মিত হওয়ায় স্বস্তি ফিরে এসেছে অবহেলিত গ্রামটিতে।

(একে/এসপি/ডিসেম্বর ২৫, ২০২০)