আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের শুক্কুরে ট্রেইলার ( যে গাড়ি অন্য গাড়িকে টানে) ও বাসের সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত ও ১৫ জনেরও বেশি আহত হয়েছেন। রোববার সকালে শুক্কুরের পানো আকিল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

দেশটির নিরাপত্তাকর্মীরা জানান, ডেরা গাজী থেকে করাচীতে যাওয়ার সময় যাত্রীবাহী বাসটি পানো আকিল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রেইলারের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ কর্মকর্তারা ও উদ্ধারকর্মীদের দল ঘটনাস্থলে পৌঁছায় এবং দুর্ঘটনার শিকার ব্যক্তিদের উদ্ধার কাজ শুরু করে।

উদ্ধারকর্মীদের সূত্রে জানা গেছে, নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে।

মুত্তাহিদা কওমি মুভমেন্টের প্রধান আলতাফ হুসেইন এই দুর্ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন। একই সাথে দেশের মানুষের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারকে প্রতি আহবান জানিয়েছেন।

রাস্তার বেহাল দশা, অনিয়ন্ত্রিত যানবাহন ও বেপরোয়া গাড়ি চালানোর জন্য সৃষ্ট সড়ক দুর্ঘটনার বিশ্বের সবচেয়ে খারাপ রেকর্ড পাকিস্তানে রয়েছে।

(ওএস/এটি/এপ্রিল ২০, ২০১৪)