রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরের মেলান্দহে শীতার্তদের মাঝে বিনামূল্যে কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার (২৫ ডিসেম্বর) বিকেল ৫টায় উপজেলার বানিপাকুরিয়া গ্রামে শতাধিক বিধবা ও দুঃস্থদের মধ্যে এ কম্বল বিতরণ করা হয়।

এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন (এসিএমবিএফ) এর আয়োজন করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা তামিম আল ইয়ামীন এ কম্বল বিতরণ উদ্বোধন করেন।

কম্বল বিতরণের আগে এসিএমবিএফ’র মেলান্দহ শাখার সভাপতি বীরমুক্তিযোদ্ধা গাজীউর রহমানের সভাপতিত্বে এক আলোচনা সভায় বক্তব্য দেন সাবেক জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আলহাজ সরকার আ. সালাম বকুল, মুক্তিযোদ্ধা আবুল হোসেন, এসিএমবিএফ’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান দুলাল মিয়া, পুলিশের আরআই (অব) আব্দুর রশিদ খান, মানবতা পরিবারের পরিচালক মাসুম রানা, জেলা প্রেসক্লাবের নবাগত সভাপতি এডভোকেট ইউসুফ আলী, নয়ানগর ইউপি চেয়ারম্যান শফিউল আলম শাহাবুদ্দিন, কেজিএসএম মহরসোবাহান মফিজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কথাসাহিত্যিক এস.এম. জুলফিকার আলী লেবু, সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম, এসিএমবিএফ’র প্রকল্প পরিচালক ও মেলান্দহ রিপোর্টার্স ইউনিটির সভাপতি শাহ্ জামাল, এসিএমবিএফ’র মেলান্দহ শাখার সাধারণ সম্পাদক প্রভাষক মোস্তফা আলম, মেলান্দহ শ্রমিক লীগের সহসভাপতি শেখ আমিনুর ইসলাম প্রমুখ।

(আরআর/এসপি/ডিসেম্বর ২৬, ২০২০)