হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ শহরের একটি কমিউনিটি সেন্টারে অভিযান চালিয়ে বাল্যবিয়ে রোধ করেছে ভ্রাম্যামান আদালত। বৃহস্পতিবার দুপুরে শহরের মহিমা কমিউনিটি সেন্টারে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ডা. এ কে এম সাইফুল আলম।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে জেলার লাখাই উপজেলার বুল্লা ইউনিয়নের কাঠাইয়া গ্রামের জাকির হোসেনের কন্যা সুজাতপুর হানিফ খান দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী দীনা আক্তার (১৬ বছর ৮ মাস) এর সাথে বানিয়াচং উপজেলার শতমুখা গ্রামের আরশ আলীর পুত্র জাকির মিয়ার (৩০) সাথে বিয়ের দিন ধার্য্য ছিল। সে অনুযায়ী শহরের মহিমা কমিউনিটি সেন্টারে দুপুরে আত্মীয়-স্বজনসহ কনেপক্ষ বিয়ের আয়োজন করেন। খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ডা. এ কে এম সাইফুল আলমের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত সেখানে অভিযান চালান। ভ্রাম্যমান আদালত দেখতে পান বিদ্যালয়ের ভর্তি রেজিস্ট্রারে দীনা আক্তারের জন্ম তারিখ ১ জানুয়ারি ১৯৯৮ খ্রি.। সে অনুযায়ী তার বয়স ১৬ বছর ৮ মাস।

এসময় কনের পিতা জাকির হোসেন মেয়ে প্রাপ্তবয়স্কা না হওয়া পর্যন্ত বিয়ে না দেয়ার মুছলেখা দেন। এদিকে বরপক্ষ খবর পেয়ে কমিউন্টি সেন্টারে উপস্থিত হয়নি।

(পিডি/জেএ/আগস্ট ২১, ২০১৪)