কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফে আবারো ৪০ হাজার ইয়াবা একটি চালান উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি-৪২) সদস্যরা। এসময় জব্দ করা হয়েছে একটি সিএনজি ট্যাক্সিও। উদ্ধার হওয়ার ইয়াবা মূল্য ১ কোটি ২০ লাখ টাকা।

বৃহষ্পতিবার সকাল ৭ টার দিকে টেকনাফের সাবরাং ইউনিয়নের আলীর ডেইল এলাকায় বিজিবি’র বিওপির নায়েব সুবেদার বজলুর নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
বিজিবি’র টেকনাফস্থ ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. আবু জার আল জাহিদ সংবাদের সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফগামি গাড়ীটি সংকেত দিলে ড্রাইভার ও যাত্রী গাড়ীটি রেখে পালিয়ে যায়। এতে কাউকে চিনা সম্ভব হয়নি। তবে বিজিবি গাড়ীতে তল্লাশী চালিয়ে ৪০হাজার ইয়াবা উদ্ধার করেছে। গাড়ীর কাগজ পত্র দেখে মালিক এবং ড্রাইভারের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা করে ইয়াবা ও সিএনজি ট্যাক্সিটি টেকনাফ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রসঙ্গত, এর আগে ১৯ আগস্ট ২০ হাজার, ১৮ আগস্ট ৫০ হাজার ইয়াবা আরো ২ টি চালান টেকনাফের বিজিবি উদ্ধার করেছে।
(টিটি/এএস/আগস্ট ২১, ২০১৪)