রংপুর প্রতিনিধি : পরিবেশের জন্য ক্ষতিকর বিভিভন্ন কার্যক্রমসহ নানা অনিয়মের দায়ে রংপুরের মিঠাপুকুর উপজেলার ৬ ইটভাটায় অভিযান চালিয়ে ১০ লাখ টাকা জরিমানা করেছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাহমুদ হাসান মৃধার নেতৃত্বে একটি দল সেখানে অভিযান পরিচালনা করেন। এ সময় র‌্যাব, পরিবেশ অধিদফতর ও ফায়ার সার্ভিসের সদস্যরা সহযোগিতা করেন। 

বিষয়টি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিষ্ট্রেট জানান, পরিবেশের জন্য ক্ষতিকর এবং সরকারীভাবে নিষিদ্ধ বিভিন্ন কার্যক্রম বন্ধে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কয়েকটি ইটভাটায় পরিবেশের জন্য বেশ কিছু ক্ষতিকর স্থাপনা ধ্বংস করা হয়। এছাড়াও কয়েকটি ইটভাটা থেকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়।

তিনি জানান, ধারাবাহিকভাবে রংপুরের সবগুলো উপজেলায় এই অভিযান অব্যাহত থাকবে।

(এম/এসপি/ডিসেম্বর ২৯, ২০২০)