স্টাফ রির্পোটার, গাজীপুর : গাজীপুরের কাজী আজিম উদ্দিন কলেজের সাবেক ভিপি ও যুবলীগ নেতা লিয়াকত হোসেনের হত্যাকারীদের বিচার দাবিতে মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ, মিলাদ এবং রক্তদান কর্মসূচির  আয়োজন করা হয়। 

বুধবার দুপুরে শহরের জেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে রাজবাড়ি সড়কে এসব কর্মসূচি পালন করা হয়।

মহানগর ছাত্রলীগের উদ্যোগে আয়োজিত কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন, কাপাসিয়া উপজেলা চেয়ারম্যান আমানত হোসেন, আওয়ামীলীগ নেতা আব্দুল হাদী শামিম, যুবলীগ নেতা ও নিহতের ভাই আলমগীর হোসেন, মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি মাসুদ রানা এরশাদ।

এসময় বক্তারা বলেন, বছর কয়েক আগে সংসদ নির্বাচনের ভোট গ্রহণ চলাকালে জামাত শিবির ও বিএনপির নেতাকর্মীরা অতর্কিতভাবে যুবলীগ নেতা লিয়াকত হোসেনের ওপর হামলা করে এবং ঘটনাস্থলে তাকে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করা হয়। এই ন্যাক্কার জনক হামলায় নিহত লিয়াকত হোসেনের খুনীদের অবিলম্বে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে।

পরে দলীয় কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল এবং বিনামূল্যে রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়। এসব কর্মসূচিতে ছাত্রলীগ, যুবলীগ, মহানগর আওয়ামীলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ গ্রহণ করেন।

(এস/এসপি/ডিসেম্বর ৩০, ২০২০)