অমল তালুকদার, পাথরঘাটা : বরগুনার পাথরঘাটার সংরক্ষিত বনাঞ্চল থেকে ১টি অসুস্থ মায়াহরিণ উদ্ধার করেছে বনকর্মিরা।

জানা গেছে হরিণবাড়িয়া ফরেস্ট ক্যাম্পের সদস্যরা নিয়মিত টহলরত অবস্থায় হরিনঘাটা সংরক্ষিত বন সংলগ্ন মাঝেরচর নামক স্থানে ওই হরিনটিকে দেখতে পায়। আজ বুধবার (৩০/১২/২০)সকাল সারে ৯টায় অসুস্থাবস্থায় হরিণটিকে উদ্ধার করে বনকর্মিরা পাথরঘাটা প্রাণিসম্পদ অফিসারের দপ্তরে নিয়ে আসে। এরিপোর্ট তৈরিকালে হরিণটির প্রাথমিক চিকিৎসা চলছিলো।

কিভাবে হরিণটি অসুস্থ হল?এমন প্রশ্নের জবাবে হরিণবাড়িয়া ফরেস্ট ক্যাম্পের বিট কর্মকর্তা গোলাম কাওসার তেমন কিছু জানাতে পারেননি।তবে তিনি বলেন সুস্থ হওয়ার পরে পুনরায় হরিণটিকে ওই বনেই অবমুক্ত করা হবে।

(এটি/এসপি/ডিসেম্বর ৩০, ২০২০)