মানিক সরকার মানিক, রংপুর : মহানগরীর আশরতপুর এলাকার প্রতিবন্ধী রিকশা চালক নাজমুল ইসলামকে পিটিয়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেফতারকৃত পুলিশ কনস্টেবল হাসান আলীর চার দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। একই সাথে হাসানের স্ত্রী মামলার অপর আসামী সাথী বেগমকে জেল গেটে দুই কার্যদিবসে জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছে ওই  আদালত। বুধবার দুপুরে মেট্রোপলিটন তাজহাট আমলী আদালতের বিচারক আল মেহেবুব এই আদেশ দেন। 

এর আগে ২৪ ডিসেম্বর বৃহস্পতিবার মামলার তদন্ত কর্মকর্তা আশরাফুল ইসলাম আসামীদের ৫দিনের রিমান্ড আবেদন করেছিলেন। এরই প্রেক্ষিতে বুধবার দুপুরে উভয়পক্ষের শুনানী শেষে এ আদেশ দেন। কোর্ট ইন্সপেক্টর নাজমুল কাদের বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, মহানগরীর আশরতপুর কোর্টপাড়ার একটি ভাড়া বাসা থেকে প্রতিবন্ধী রিকশা চালক নাজমুল ইসলামের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। ওই বাড়িতে একই সঙ্গে ভাড়া থাকেন পুলিশ ট্রেনিং সেন্টারে কর্মরত কনস্টেবল হাসান আলী। নাজমুলের পায়ে সমস্যা থাকায় তিনি কনস্টেবল হাসানের গ্যারেজ থেকে ব্যাটারী চালিত রিকশা ভাড়া নিয়ে চালাতেন। গত ২২ ডিসেম্বর মঙ্গলবার ওই রিকশাটি চুরি হলে হাসান নাজমুলকে কয়েকদফা মারধর করেন।

পরে এলাকাবাসীর সহায়তায় তাজহাট থানা পুলিশ ওই প্রতিবন্ধী রিকশা চালককে উদ্ধার করে ছেড়ে দেন। পরদিন বুধবার হাসান আবারও তাকে বাসায় নিয়ে মারধর করলে তিনি মারা যান এবং লাশ ঝুলিয়ে রেখে প্রচার করতে থাকেন নাজমুল আত্মহত্যা করেছে। কিন্তু পরদিন ২৩ ডিসেম্বর বিষয়টি জানাজানি হলে পুলিশ লাশ উদ্ধার করে। পরে ঘটনার প্রতিবাদে এলাকাবাসী সড়ক অবরোধ ও বিক্ষোভ করে। ওদিনই এলাকাবাসীর নাজমুলের স্ত্রী শ্যামলী বেগম বাদী হয়ে থানায় মামলা করলে স্ত্রী সাথী বেগমসহ হাসান আলীকে গ্রেফতার করে পুলিশ।

(এম/এসপি/ডিসেম্বর ৩০, ২০২০)