রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দ্বিতীয় বর্ষ পূর্তিতে গণতন্ত্রের বিজয় দিবস উপলক্ষে সাতক্ষীরায় আনন্দ মিছিল ও বিজয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের আয়োজনে বুধবার সকাল সাড়ে ১০ টায় এ উপলক্ষে শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে একটি আনন্দ মিছিল বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবারো একই জায়গায় এসে বিজয় সমাবেশে মিলিত হয়।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলামের সভাপতিত্বে বিজয় সমাবেশে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ন সম্পাদক ও সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, আওয়ামী লীগ নেতা শেখ সাহিদ উদ্দিন, এ্যাড. ওসমান গনি, এ্যাড.আজারুল ইসলাম, শওকত আলী, শেখ আব্দুর রশিদ, শাহাজান আলী, শাহাদাত হোসেন প্রমূখ।

বক্তারা বলেন, আজ ৩০শে ডিসেম্বর গণতন্ত্রের বিজয় দিবস। ২০১৮ সালে এই দিনে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। সেই নির্বাচনে আওয়ামী লীগ বিপুল ভোটে জয়লাভ করায় এই দিনটিকে গণতন্ত্রের বিজয় দিবস হিসেবে উদযাপন করা হয়।

(আরকে/এসপি/ডিসেম্বর ৩০, ২০২০)