বদরুল হায়দার

বসন্তের চলে যাওয়ার সাথে তোমারও কোনো মিল নেই।

প্রেমের ভূগোলে তুমি স্বার্থের আদলে তিলতিল

দুঃখ ছাড়াও ব্যর্থতার সিডিউলে।

ভালোবাসা ও দূরাশা দুটি ভুলে জেনে শুনে বিষপান করেছি প্রতিনিয়ত।

তোমার চোখের সরোবরে আমি সাঁতরাতে থাকি গভীর উৎকণ্ঠায়।

বিলুপ্ত পালামালিটি জেগে ওঠে অন্তরের মহাকালে। তুমি

আতঙ্কের হুমকিতে নিয়ন্ত্রণহীন মনের দরজায় তালা মারো।

স্বপ্নের ক্যাবিনক্রুর পরিবেশ বান্ধব সুবিধা গিলে আমি

প্রেমশুন্য নদী হয়ে বাস করি তুমিহীন উপকূলে।

গোপন মিথ্যার ইঙ্গীতে দুশ্চিন্তারা পাখা মেলে মেঘের কপালে।

আমি অবনতির ধারণা শেষে প্রেমের স্থগিতাদেশে শঙ্কামুক্ত

করেছি নিজেকে। শান্তনার ইতিবৃত্তে তুমি সম্ভাব্য ঝুঁকির সংকটে

লীলা নৃত্যে অদৃশ্য পাষানী।

গ্রীষ্ণ দ্রুতলয়ে উষ্ণতা বলয়ে টানে বসন্ত উতালা। আমি

প্রেমের বিফলে চালাকির বেড়াজালে আটকা পড়েছি রসাতলে।

ফলবতীমন নত হতে থাকে রঙের বাহারে। শহর জড়ানো

ইন্টারনেটের তারে তুমি বদলাতে থাকো গোপন আধারে।

আমি প্রেমের পুনরুদ্ধারে কঠোর নজরধারী পোষে

তোমার অজান্তে শুধু তোমাকেই ভালোবাসি।