বিনোদন ডেস্ক : প্রথম পোস্টারে নগ্নতা নিয়ে বিতর্কে জড়ানোর পর এবার দ্বিতীয় পোস্টারে হাস্যকর মন্তব্যের সামনে আমির খান। পিকে ছবির দ্বিতীয় পোস্টারে আমিরকে দেখে দর্শকদের মন্তব্য একটু বেশি পোশাক পরে ফেলেছেন তিনি। দ্বিতীয় পোস্টারে তাকে দেখা যাচ্ছে গুজরাতি কুর্তায়। এই ধরনের কুর্তার নাম কেদিয়ু বা অঙ্গারাখেয়ু। সঙ্গে ঢিলে পাজামা। চোখে এভিয়েটর। ট্রানজিসটরের বদলে এখানে হাতে ভাইরোসিং ব্যান্ড। ছবি পোস্ট করে আমির মজা করে টুইট করেছেন, ‘ইয়ে দেখা...হামারা দুসরা পোস্টারওয়া...এই মা ট্রানজিস্টর ভি নহি হ্যায়...কা সমঝা?’

পোস্টারের ভিডিও রিলিজও পোস্ট করেছেন আমির। রাজকুমার হিরানি পরিচালিত ছবিতে আমিরের বিপরীতে রয়েছেন আনুশকা শর্মা। আগামী ১৯ ডিসেম্বর মুক্তি পাচ্ছে ‘পিকে’ ছবি।

(ওএস/এইচআর/আগস্ট ২২, ২০১৪)