স্টাফ রিপোর্টার : বন্ধু ও পরিবারের সাথে প্রতিদিন একসঙ্গে কাটানো প্রতিটি মুহূর্ত উদযাপনের প্রতি গুরুত্ব দিয়ে ‘ছুটির দিনে সেরা স্বাদে’ থিমে নতুন ক্যাম্পেইন শুরু করেছে কোকা-কোলা বাংলাদেশ।

কোক আর খাবারের জুটিতে ভালো লাগার মুহূর্তগুলো তৈরিতে উৎসাহ দেওয়ার মাধ্যমে সবাইকে ঐক্যবদ্ধ করার যে প্রচেষ্টা, ব্র্যান্ড হিসেবে সেটাই এই ক্যাম্পেইনে তুলে ধরেছে কোকা-কোলা।

নতুন এই ক্যাম্পেইনে কুইজ প্রতিযোগিতাসহ আকর্ষণীয় সব ডিজিটাল কার্যক্রম রাখা হয়েছে। কোকা-কোলা বাংলাদেশের ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ঢুকে কুইজ প্রতিযোগীতায় অংশ নিয়ে প্রতিযোগীদেরকে অনুমান করতে হবে যে, তার বন্ধুর উইকএন্ড মিলটি কি? এই ‘ফ্রাইডে লাঞ্চ গেম’ প্রতিযোগিতার বিজয়ী এবং প্রথমবারের মতো অংশগ্রহণকারীদের বাসায় পৌঁছে যাবে কোকা-কোলা।

সমন্বিত এই ক্যাম্পেইনটির মধ্যে একটি থিমাটিক বিজ্ঞাপন এবং রেডিওতে আকর্ষণীয় একটি প্রতিযোগিতা ছাড়াও অন্তর্ভুক্ত রয়েছে ‘ফ্রাইডে লাঞ্চ গেম’ শীর্ষক মজার একটি খেলা। এটি কোকা-কোলা বাংলাদেশের ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ঢুকে খেলা যাবে।

ক্যাম্পেইনটি সম্পর্কে কোকা-কোলা বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক অজয় বাতিজা বলেন, ‘খাবার এমন একটি জিনিস, যেটি কোকা-কোলা ডিএনএ-এর অবিচ্ছেদ্য অংশ। এটি বাংলাদেশের সংস্কৃতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। কোক আর খাবারের জুটি সত্যিই চমৎকার। এই বিশ্বাস থেকেই আমরা নতুন একটি ক্যাম্পেইন চালু করেছি। এটি সবার একসাথে থাকার স্পৃহাকে প্রকাশ করার পাশাপাশি একসঙ্গে খাবার খাওয়াকেও নতুনভাবে উদযাপন করে। আমরা আশা করি, বাংলাদেশের মানুষ নতুন এই ক্যাম্পেইনে অংশগ্রহণ করবে।’

(ওএস/এসপি/জানুয়ারি ০২, ২০২১)