রাজবাড়ী প্রতিনিধি : সদ্য বিদায়ী মানবতার পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান বিপিএম (বার) তিনি রাজবাড়ী জেলাকে একটি মড়েল জেলা হিসাবে গড়ে দিয়ে গেছেন। সাধারণ জনগণের ভরসার স্থল ছিলেন তিনি। তার কাজকর্মের গুনাগান করে শেষ করা যাবে না।

তিনি রাজবাড়ী জেলাকে এমন ভাবে নজরে রাখতেন। সব সময় নিজের মত করে রাখতেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি ঢেলে সাজিয়েছিলেন। তার কাজকর্ম ছিলো জনবান্ধব। তিনি জনগণের সেবক হিসাবে কাজ করে গেছেন সবাই তার কাছে সমান এমন মনে করে তিনি রাজবাড়ী জেলার আইন শৃঙ্খলা বাহিনির নেতৃত্ব দিয়েছেন।

তিনি সাধারণ জনগণকে থানায় এসে তাদের সমস্যাগুলো বলতে বলেছেন যাতে কোন প্রকার হয়রানির শিকার না হতে হয়। তিনিই রাজবাড়ীর মানুষকে বুঝিয়েছেন পুলিশ জনগনের বন্ধু, একমাত্র ভরসার স্থল হলো পুলিশ। সকল জনগণ যাতে পুলিশের সঠিক সেবা পায়, সে দিকে লক্ষ রেখে কাজ করে গেছেন তিনি। বিশ্বে যখন করোনার থাবায় অস্তির তখন বাংলাদের অবস্থা অনেকটাই ভালো।

এসপি মিজানুর রহমান করোনাকালে রাজবাড়ীতে করোনা নিয়ন্ত্রনে ব্যপক ভূমিকা পালন করেছেন। যার কারণে রাজবাড়ীতে করোনার প্রাদুভাব কম ছড়িয়েছেন যার কারনে রাজবাড়ীতে বাজবাড়ীবাসী অনেটাই করোনা মুক্ত ছিলেন বা আছেন। তিনি রাজবাড়ী জেলাকে মাদকমুক্ত ঘোষণা করার প্রত্যায় নিয়ে কাজ করে গেছেন জোরালোভাবে। প্রায় সকল অভিযান সফল হয়েছেন তিনি শত শত কেজি মাদক নিমূল করেছেন। রাজবাড়ী জেলার সকল থানাকে অধুনিকায়ন করেগেছেন তিনিই। তিনি রাজবাড়ী জেলা শহরকে সিসিক্যামেরার আওতায় এনেছেন গোয়ালন্দ মোড় এবং গোয়ালন্দ ঘাট এলাকা সিসি ক্যামেররা আওতায় আনা হয়ছে। এবং তার সুফল ও মিলেছে।

এসপি মিজানুর রহমান সবসময় আর্তমানবতার সেবায় নিজেকে নিয়োজিত রাখতেন । তিনি অসহায় দুস্থঃ মানুষের পাশে দাড়িয়েছেন সবসময়। আর আইন শৃঙ্খলা পরিস্থিতি এতটাই নিয়ন্ত্রনে ছিলো যে আপরাধ করার আগে অপরাধীরা একবার হলেও তার কথা চিন্তা করতো। তিনি ছিলেন অপরধীদের যম সরুপ। তিনি একজন চৌকোশ পুলিশ অফিসার। তিনি গোয়ালন্দ ঘাট এলাকায় ভিআইপি প্রথা বিলুপ্ত করেন। এসপি মিজানুর রহমান এর কাজের কথা বলে শেষ করা যাবে না। রাজবাড়ীবাসি তাকে স্বরণ রাখবে সারাজীবন।

(একে/এসপি/জানুয়ারি ০২, ২০২১)