সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ সদর উপজেলার বনগাঁও সীমান্ত  থেকে ৩৬৬ বোতল ভারতীয় অফিসার চয়েজ মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার রাত ১০টার দিকে বনগাঁও সীমানা পিলার ১২১৬ এর কান্দিপাড় এলাকা থেকে এসব মদ উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত ১০টার দিকে বনগাঁও সীমান্তের ওই এলাকায় অভিযান চালানো হয়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক পাচারকারীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ৩৬৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।

সুনামগঞ্জ-৮ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ গোলাম মহিউদ্দিন খন্দকার জানান, জেলার প্রায় ৯৭ কিলোমিটার সীমান্ত এলাকায় মাদকদ্রব্য পাচার ও চোরাচালান বন্ধে সতর্ক রয়েছে বিজিবি।

(ওএস/এইচআর/আগস্ট ২২, ২০১৪)