বরিশাল প্রতিনিধি : জেলার বাবুগঞ্জ উপজেলার আগরপুর ইউনিয়নের ঠাকুরমল্লিক গ্রামে র‌্যাবের ক্রস ফায়ারে সাবেক সর্বহারা নেতা মো. জলিল বেপারী ওরফে কানা জলিল (৪০) নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেল সোয়া ৪টায় এই ঘটনা ঘটে। নিহত জলিল ওই এলাকার মৃত আহমেদ বেপারীর ছেলে। এসময় একিিট পিস্তল, একটি রিভলবর,৭ রাউন্ড গুলি এবং দুটি চাপাতি উদ্ধার করা হয়।

র‌্যাব-৮ এর ক্যাপ্টেন বাশার জানান, সামনে ইউনিয়ন পরিষদ নির্বাচন হচ্ছে বলে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাবের একটি টহল দল ওই এলাকায় যায়। শিলংদি বাজার হয়ে সামনে আগালে একটি মেহগনি গাছের বাগানে ৭/৮ জনকে বসে থাকতে দেখে। এসময় র‌্যাবের গাড়ি দেখে দৌড় দিলে তাদের থামতে বললে গাড়ি লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ছুড়ে। র‌্যাব পাল্টা গুলি চালায়। এরপর ওই বাগানে কানা জলিলের মৃতদেহ পড়ে থাকতে দেখেন।
র‌্যাব-৮এর অধিনায়ক লে. কর্নেল ফরিদুল আলম জানান, ঘটনাস্থল থেকে ৪ রাউন্ড গুলি সহ সেভেন পয়েন্ট সিক্স ফাইভ বোরের একটি পিস্তল, ৩ রাউন্ড গুলি সহ একটি রিভলবর এবং ২টি চাপাতি উদ্ধার করা হয়। তিনি আরো জানান, জলিলের মৃতদেহ থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে।##

(বিএস/অ/আগস্ট ২১, ২০১৪)