স্টাফ রিপোর্টার : অস্ত্রপচারের পর ভাষাসৈনিক আব্দুল মতিনের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও বৃহস্পতিবার রাতে তার অবস্থা অনেকটা খারাপ ছিল। তবে শুক্রবার সকালে রাতের অবস্থার চেয়ে কিছুটা উন্নতি হয়েছে। তবে এখনো আশঙ্কামুক্ত নন তিনি।

শুক্রবার সকালে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের অ্যানেসথেসিয়া বিভাগের প্রধান অধ্যাপক আব্দুল হাই এ তথ্য জানান।

তিনি বলেন, ‘তার বয়স অনেক হয়েছে। বয়সের ভারেও তিনি অনেকটা অসুস্থ। তবে তার অবস্থার উন্নতির জন্য আমাদের মেডিকেল টিম সার্বক্ষণিক কাজ করছে। তার শারীরিক অবস্থার খোঁজখবর নিচ্ছেন।’

তিনি আরো বলেন, ‘অস্ত্রপচারের পর রাতে তার অবস্থা অনেক খারাপ হয়ে পড়ে। শুক্রবার সকাল থেকে কিছুটা উন্নতি হয়েছে। তবে তিনি এখনো শঙ্কামুক্ত নন।’

তিনি বলেন, ‘আব্দুল মতিনের বর্তমান অবস্থা দেখে মনে হচ্ছে তিনি আস্তে আস্তে সুস্থ হয়ে উঠবেন। তবে এজন্য কিছুটা সময় লাগতে পারে।’

ভাষা সৈনিক আব্দুল মতিনের চিকিৎসায় আট সদস্যের একটি মেডিকেল বোর্ড সার্বক্ষণিক কাজ করছে।

গত সোমবার হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ভাষাসৈনিক আবদুল মতিন। মঙ্গলবার সকালে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে নেয়া হয়। তার অনেক পুরনো ব্রেন হেমারেজ ছিল। এ ব্রেন হেমারেজ থেকেই নতুন করে সমস্যার সৃষ্টি হয়েছে।

পারিবারিক সূত্র জানায়, তার ডান পাশ অবশ হয়ে গেছে। মস্তিষ্কের নিচে রক্ত জমাট বেঁধেছিল। বুধবার দুপুরে অস্ত্রপচার করে জমাট বাঁধা রক্ত সরানো হয়।

উল্লেখ্য, ৮৮ বছর বয়সী আবদুল মতিন ১৯৫২ সালে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটির আহ্বায়ক হিসেবে নেতৃত্ব দেন। এজন্য তাকে ‘ভাষা মতিন’ নামেই অনেকে ডাকেন।

(ওএস/এইচআর/আগস্ট ২২, ২০১৪)