আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : বরিশালের আগৈলঝাড়ায় এক বৃদ্ধার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। 

থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলা বাগধা ইউনিয়নের নাঘিরপাড় গ্রামের মৃত.বিহারী বাড়ৈর ছেলে আমরী বাড়ৈ (৮৫) শারিরিক অসুস্থতার কারণে শনিবার গভীর রাতে ঘরের আড়ার সাথে গলায় রশি দিয়ে ফাঁস দেয়। স্থানীয়রা পুলিশকে বিষয়টি জানালে রবিবার সকালে এসআই মনিরুজ্জামান ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় নিহতের ছেলে হরেণ বাড়ৈ বাদী হয়ে থানায় অপমৃত্যু মামলা দায়ের করেছেন।

এসআই মনিরুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ময়না তদন্তর জন্য লাশ মর্গে প্রেরণ করা হবে।

(টিবি/এসপি/জানুয়ারি ০৩, ২০২১)