কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের চকরিয়ায় ডাকাতের গুলিতে শারমিন আকতার ওরফে নিলুফা (২৬) নামের এক গৃহবধু নিহত হয়েছে। শুক্রবার ভোর ৪টার দিকে চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের রংমহল এলাকায় এ ঘটনা ঘটে। এদিকে ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে এক ডাকাতকে গ্রেফতার করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শুক্রবার ভোরে ২০-২৫ জন ডাকাত পুলিশ পরিচয় দিয়ে রং মহল এলাকার সিরাজুল ইসলাম সওদাগরের ঘরের প্রধান ফটক খুলতে বলে। ওইসময় ফটক খুলতে অস্বীকৃতি জানালে ঘরের বাইরে থেকে গুলি ছোড়ে ডাকাতদল। এতে সিরাজুল ইসলামের স্ত্রী শারমিন আকতার গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। সেখানেই তার মৃত্যু হয়।

শারমিন আকতারের দেবর জয়নাল আবেদিন বলেন, শারমিন গুলিবিদ্ধ হওয়ার পর ডাকাতদল দরজার তালা ভেঙ্গে ভেতরে ঢুকে তার ভাই সিরাজুল ইসলামকে এলোপাতাড়ি মারতে থাকে। এক পর্যায়ে ডাকাত দল সাত ভরি স্বর্ণ, ১২হাজার টাকা ও চারটি মোবাইল ফোন সেট লুট করে নিয়ে যায়। পরে স্থানীয় লোকজন ও পুলিশ এসে গ্রামটির চার পাশে ঘিরে ফেলে।

চকরিয়া থানার ওসি প্রভাষ চন্দ্র ধর জানিয়েছেন, ঘটনার পরপরই রংমহল ও আশাপাশের এলাকা পুলিশ চারদিক থেকে ঘিরে ফেলে। ওই সময় নোয়াপাড়া সড়কের উপর থেকে ওই এলাকার হাবিবুর রহমানের ছেলে ডাকাত মো. আয়াতুল্লাহ (৪০)কে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আয়াতুল্লাহ ডাকাতির কথা স্বীকার করেছে। গৃহবধু শারমিনের লাশ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

(টিটি/জেএ/আগস্ট ২২, ২০১৪)