আবুল কালাম আজাদ, রাজবাড়ী : অনেক দিন পর পাংশাতে আবার নির্বাচন দিন যত ঘনিয়ে আসছে সাধারণ মানুষ ভোটের হিসাব নিয়ে সরাগম এবার কে হবে পাংশা পৌর নগর পিতা! তৃতীয় ধাপে পাংশা পৌরসভা নির্বাচন আগামী ৩০শে জানুয়ারীতে অনুষ্ঠিত হবে। এবার মেয়র পদে মনোনয়ন কিনেছেন ৪ জন। 

আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসাবে মনোনয়ন পেয়েছেন মোঃ ওয়াজেদ আলী মাষ্টার, বিএনপির দলীয় মনোনয়ন পেয়েছে মোঃ রইচ উদ্দিন খান, স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়ন কিনেছেন পাংশা উপজেলা যুবলীগের আহব্বায়ক মোঃ ফজলুল হক ফরহাদ,এবং সাবেক ছাত্রলীগ নেতা ইদ্রিস আলী মন্ডল।

গত ৩শরা জানুয়ারি পাংশা পৌরসভার মেয়র ও কাউন্সিল ও সংরক্ষিত মহিলা কাউন্সিল দের মনোনয়ন পত্র যাচাই বাছাই হয়। ওই দিন আওয়ামীলীগের দলীয় প্রার্থী মোঃ ওয়াজেদ আলী মাষ্টারের মনোনয়ন পত্র ঋণ খেলাপির দায়ে সামায়িক বাতিল করা হয়। এবং বাকি ৩ জন মেয়র প্রার্থীর মনোনয়ন পত্র বহাল থাকে। পরে দলীয় মেয়র প্রার্থী মোঃ ওয়াজেদ আলী মাষ্টার মনোনয়ন পত্র বৈধতার জন্য নির্বাচন কমিশনে আপিল করেন।

পাংশা পৌরবাসী অনেক হিসাব নিকাশ কষছে এবারের কে হবে পাংশা পৌর নগর পিতা, তবে আগামী ১১ শে জানুয়ারী প্রতিক বরাদ্দ করবে নির্বাচন কমিশন তার পর বুঝা যাবে কত জন মেয়র প্রার্থী থাকবেন। এবং কে হবে আগামীর পাংশা পৌরসভার মেয়র। সাধারণ মানুষ দিনভর কাজের ফাঁকে চাঁ এর দোকানে পাংশা পৌর নির্বাচনের আলোচনায় মুখর।

প্রসঙ্গঃ ১৯৯০ সালে পাংশা পৌরসভা প্রতিষ্ঠিত হয়। তৎকালীন পাংশা উপজেলা নিবার্হী অফিসার সৈয়দ মাহবুব রহমান১০/০৫/১৯৯০ সাল থেকে১৫/০৭/১৯৯১ ও ইউএনও মোহাম্মাদ বারেক১৬/০৭/১৯৯১ থেকে ২৯/০৩/১৯৯৩ পর্যন্ত প্রশাসক হিসাবে দায়িত্ব পালন করেন। এর পর পাংশা পৌরসভার প্রথম মেয়র নির্বাচিত হন বিএনপি নেত মরহুম আব্দুল আজিজ সরদার, তিনি ২৯/০৩/১৯৯৩ থেকে ০৭/০৪/১৯৯৯ পর্যন্ত দায়িত্ব পালন করেন।

পর্যায়ক্রমে ০৭/০৪/১৯৯৯ থেকে মোঃ ওয়াজেদ আলী মাষ্টার মেয়র পদে নির্বাচিত হয়ে ১৫/০৪/২০০৪ পর্যন্ত দায়িত্ব পালন করেন। সেরিনা আজিজ ১৫/০৬/২০০৪ থেকে ১৫/০২/২০১১ পর্যন্ত দায়িত্ব পালন করেন। ২য় বারে আবার মোঃ ওয়াজেদ আলী মাষ্টার নির্বাচিত হয় তিনি ১৫/০২/২০১১ থেকে ১৫/০২/২০১৬ পর্যন্ত দায়িত্ব পালন করেন। বর্তমান মেয়র আব্দুল আল মাসুদ বিশ্বাস ১৫/০২/২০১৬ সালে নির্বাচিত হয়ে দায়িত্ব পালন কছেন।

(একে/এসপি/জানুয়ারি ০৬, ২০২১)