স্টাফ রিপোর্টার : যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ক্যাপিটাল ভবনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উগ্রবাদী সমর্থকদের হামলাকে সারা বিশ্বের গণতন্ত্রের উপর হামলা বলে অবিহিত করেছেন নিরাপদ বাংলাদেশ চাই’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার মাসুদ উজ জামান।

আজ বৃহস্পতিবার দুপুরে সংবাদ মাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ দাবি করেন তিনি।

খন্দকার মাসুদ উজ জামান বলেন, “ক্যাপিটাল ভবনে নজিরবিহীন এ হামলার ঘটনায় এখন পর্যন্ত ৪ জন নিহত হয়েছেন। উগ্রবাদীরা শুধু যুক্তরাষ্ট্রের গণতান্ত্রিক মূল্যবোধকেই ভূলুন্ঠিত করেনি, সারাবিশ্বে গণতন্ত্রের ফেরিওয়ালা যুক্তরাষ্ট্রে এ ন্যাক্কারজনক হামলার মাধ্যমে বিশ্বব্যাপী গণতন্ত্রপ্রেমীদের মনে গভীর ক্ষতের সৃষ্টি করেছেন। একজন নির্বাচিত প্রেসিডেন্টকে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর না করে এমন শক্তি প্রদর্শন বৈশ্বিক গণতন্ত্রকে ব্যাপক ক্ষতিগ্রস্ত করবে।”

তিনি বলেন, “মার্কিন আইন প্রণেতারা যখন নভেম্বরের রাষ্ট্রপতি নির্বাচনে জো বাইডেনের জয় আনুষ্ঠানিকভাবে অনুমোদন করার জন্য অধিবেশনে বসেছিলেন, তখন পাশেই একটি জনসভায় ট্রাম্পের বাইডেন বিরোধী বক্তব্যের পর তার হাজারো সমর্থক যুক্তরাষ্ট্রের পার্লমেন্ট ভবন ক্যাপিটলে হামলা করে। এ ঘটনায় আমরা বিস্মিত ও ক্ষুদ্ধ। আমরা এ ঘটনার শান্তিপূর্ণ সমাপ্তি চাই। পাশাপাশি পৃথিবীর সবচেয়ে শক্তিধর রাষ্ট্রটিতে যেন গণতান্ত্রিক পন্থায় শান্তিপূর্ণ ভাবে ক্ষমতা হস্তান্তর করা হয়, সে ব্যাপারে বিশ্ব নেতাদের এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।”

(পিআর/এসপি/জানুয়ারি ০৭, ২০২১)