স্টাফ রিপোর্টার, গাজীপুর : গাজীপুরে দুই মাসের বকেয়া বেতনের দাবীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সাইনবোর্ড এলাকায় অবরোধ করে রেখেছে পোশাক শ্রমিকরা।

বৃহস্পতিবার দুপুর আড়াইটা থেকে গাজীপুরের সাইনবোর্ড এলাকায় ইস্ট ওয়েস্ট লিমিটেড কারখানার শ্রমিকরা গত নভেম্বর ও ডিসেম্বর মাসের বকেয়া বেতন দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রেখেছে। এতে মহাসড়কে সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজট।

কারখানার শ্রমিকরা জানায়, গত দুই মাস যাবত কারখানা কর্তৃপক্ষ বেতন দেয়া নিয়ে তালবাহানা করছে। সকালে শ্রমিকরা বেতন দাবী করলে নভেম্বর মাসের বেতন জানুয়ারী মাসের ১৫ তারিখে দিবে বলে আশ্বাস দেয়। শ্রমিকরা দুই মাসের বকেয়া বেতনর দাবী জানায় । এ নিয়ে, ততর্কবিতর্কের এক পর্যায়ে কর্মবিরতী শুরু করে শ্রমিকরা। কর্তৃপক্ষ দাবী না মানলে দুপুরে মহাসড়কে নেমে মহাসড়ক অবরোধ করে রেখেছে শ্রমিকরা।

গাজীপুর মেট্টোপলিটন পুলিশের উপ-কমিশনার মোহাম্মদ ইলতুৎ মিশ জানান, শ্রমিকদের মহাসড়ক থেকে সড়িয়ে নেয়ার চেষ্টা চলছে । পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিপুল সংখ্যক পুলিশ মোতোয়েন করা হয়েছে ।

(এস/এসপি/জানুয়ারি ০৭, ২০২১)