আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ কোরিয়ায় কয়েকশ যাত্রী নিয়ে সাগরে ডুবে যাওয়া ফেরির উদ্ধারাভিযান সম্পন্ন হতে অন্তত দু’মাস সময় লাগতে পারে বলে জানিয়েছে উদ্ধার অভিযানে অংশ নেয়া সেনাকর্মকর্তারা। আর কর্তৃপক্ষের এমন ঘোষণায় তীরে অপেক্ষারত স্বজনদের অনেকেই উত্তেজিত হয়ে পড়েন।

জানা গেছে, ঘটনাস্থলে স্রোত খুব তীব্র এবং আবহাওয়ার অবস্থাও বেশ খারাপ। ফলে তীব্র স্রোত এবং শক্তিশালী ঢেউয়ের কারণে উদ্ধারাভিযান ব্যাহত হচ্ছে।

এদিকে কর্মকর্তারা জানিয়েছেন, কয়েকশ যাত্রী নিয়ে গত বুধবারে ডুবে যাওয়া ফেরিটি অনভিজ্ঞ একজন চালক চালাচ্ছিলেন।

বর্তমানে ফেরিটির চালক সহ অন্য আরেকজন ক্রু এবং ফেরির ক্যাপ্টেন এখন পুলিশের হেফাজতে আছেন।

জানা যায়, কাঁচ ভেঙ্গে এ পর্যন্ত ১০টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে সরকারীভাবে মৃতের সংখ্যা ৪৬ এ দাঁড়ালো। এছাড়া এখনো ২৫০ জনেরও বেশি যাত্রী নিখোঁজ আছে, যাদের বেশিরভাগই শিশু।

অন্যদিকে এ ঘটনায় এখন পর্যন্ত মোট ১৭৪ জনকে জীবিত উদ্ধার করা গেছে।

(ওএস/এটি/এপ্রিল ২০, ২০১৪)