ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : ঈশ্বরদী পৌর এলাকায় সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীদের ঠাঁই হবে না। ১৬ জানুয়ারি আপনাদের ভোটে মেয়র নির্বাচিত হলে সন্ত্রাসমুক্ত ঈশ্বরদী গড়ে তুলবো। শহরের কোথাও সন্ত্রাসী কার্যকলাপ ও মাদক ব্যবসা হলে আপনারা আমাকে জানাবেন। আমি সাথে সাথে প্রশাসনের মাধ্যমে তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিবো। 

শুক্রবার বিকালে ১নং ওয়ার্ডের শৈলপাড়ায় অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে ঈশ্বরদী পৌর নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইছাহক আলী মালিথা একথা বলেন।

সভায় ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ সভাপতিত্ব করেন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক ব্যারিস্টার সৈয়দ আলী জিরু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফরিদুল আলম, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল হামিদ, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মীর জহুরুল হক পুনো, উপজেলা কৃষকলীগের যুগ্ম আহবায়ক মুরাদ আলী মালিথা, পাসুমি ওয়াকার্স ইউনিয়নের সভাপতি সাজেদুর রহমান শাহীন প্রমূখ।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ১নং ওয়ার্ড যুবলীগের সভাপতি কামাল হোসেন, সহ-সভাপতি আব্দুল রশিদ, ১নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের সভাপতি জামাল হোসেন, অটোরিক্সা শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক হামিদুর রহমান।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সাবেক ছাত্রনেতা মেহেদি হাসান লিখন।

(এসকেকে/এসপি/জানুয়ারি ০৮, ২০২১)