মাদারীপুর প্রতিনিধি : ‘ঈদের আগের ৫ দিন ও পরের ৫ দিন নৌমন্ত্রণালয় কঠোর তদারকিতে ছিল। ১২ দিনের মাথায় যখন সবাই একটু রিলাক্সে তখন মুনফালোভী মালিকের লোভের কারনে কয়েকগুন যাত্রী বোঝাই করায় পদ্মায় এই ভয়াবহ লঞ্চ দুর্ঘটনা ঘটে। সাধারণত লঞ্চ দুর্ঘটনায় মেরিন কোর্টে মামলা হয়। এবারই প্রথম সিআরপিসিতে আদালতে মামলা হয়েছে। যে কারণে মালিক ও তার ছেলের বিরুদ্ধে মামলা হয়েছে। তাদের গ্রেপ্তার করা হয়েছে। বাকিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে মাদারীপুর শিল্পকলা একাডেমীর ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে মাদারীপুর জেলার গুণী শিল্পীদের সম্মাননা অনুষ্ঠানে সার্কিট হাউসে পদ্মায় লঞ্চ দুর্ঘটনা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নৌপরিবহণমন্ত্রী শাজাহান খান এসব কথা বলেন।

মাদারীপুরের জেলা প্রশাসক জিএসএম জাফরউল্লাহ্’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকী, মাদারীপুরের পুলিশ সুপার খোন্দকার ফরিদুল ইসলাম, শিল্পকলা একাডেমীর সদস্য সচিব বজলুর রহমান রুমি মন্টু খান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খান, সাবেক পৌরসভার মেয়র চৌধুরী নুরুল আলম বাবু চৌধুরীসহ অন্যরা।

এসময় গানে অবদানের জন্য প্রফুল্ল কুমার পোদ্দার, নাট্যশিল্পে অবদানের জন্য আ জ ম কামাল খোকন, নৃত্যশিল্পে অবদানের জন্য তাসলিমা হাই, ভাস্কর ও চিত্রশিল্পী অবদানের জন্য মো. আতিকুর রহমান, আবৃত্তি শিল্পী ও সংগঠক হিসেবে অবদানের জন্য কুমার লাভলুকে জেলার গুণী শিল্পী হিসেবে সম্মাননা দেয়া হয়।

(এএস/জেএ/আগস্ট ২২, ২০১৪)