মাগুরা প্রতিনিধি : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এ্যাডভোকেট বীরেন শিকাদার বলেছেন, আওয়ামী লীগকে দেশ থেকে নিশ্চিহ্ন করতেই ২১ আগস্ট বঙ্গবন্ধু এভেনিউয়ে বিএনপি-জামায়াত গ্রেনেড হামলা চালিয়েছিল। জাতির জনক বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে হত্যা করতে যারা এই গ্রেনেড হামলা চেয়েছিল তাদের সাথে কোন সংলাপ বা আলোচনা হতে পারে না।

প্রতিমন্ত্রী বৃহস্পতিবার মাগুরা শহরের নোমানী ময়দানে ২১ আগস্ট বঙ্গবন্ধু এভেনিউয়ে গ্রেনেড হামলার ১০ম বার্ষিকীতে মাগুরা জেলা আওয়ামী লীগ আয়োজিত শোক সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

সভায় জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি তানজেল হোসেন খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান প্রফেসর ডা. সিরাজুল আকবর এমপি, সংরক্ষিত মহিলা এমপি কামরুল লাইলা জলি, জেলা পরিষদের প্রশাসক এ্যাডভোকেট সৈয়দ শরিফুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল ফাত্তাহ, মুন্সি রেজাউল হক, যুগ্ম সাধারণ সম্পাদক আবু নাসির বাবলু, গোলাম মওলা, মহম্মদপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি গোলাম রব্বানীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

প্রতিমন্ত্রী আরো বলেন, ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলায় আইভি রহমানসহ ২৪ জন আওয়ামীলীগ নেতা-কর্মী নিহত হন। কিন্তু দেশের উন্নয়ন ও মানুষের সেবা করার জন্য আল্লাহ সে দিন জননেত্রী শেখ হাসিনাকে রক্ষা করেছিলেন। বিএনপি-জামায়াত এখনও তাদের যড়যন্ত্র অব্যাহত রেখেছে। সকলকে ঐক্যবদ্ধ হয়ে এই যড়যন্ত্র মোকাবেলা করতে হবে।

(ডিসি/অ/আগস্ট ২১, ২০১৪)