বিনোদন ডেস্ক : সামনের দিনগুলোতে গান গাইতে না দেয়া হলে বিএনপির রাজনীতিতে সক্রিয় হবেন বলে সাফ জানালেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ন্যান্সি। ঘুমের ওষুধ খেয়ে ঘোরে নয়, সুস্থ হয়ে এক প্রকার আক্ষেপের সুরেই কথাগুলো বললেন ন্যান্সি।

তিনি বলেন আমি একজন শিল্পী। গান গাই। চলচ্চিত্র, টিভি অনুষ্ঠান এবং অডিও অ্যালবামে গান করছি। কিন্তু একজন শিল্পীর মূল আয় হয় মঞ্চ পরিবেশনা থেকে। অথচ গত ১০ মাসে আমার মঞ্চের সব অনুষ্ঠান বাতিল হয়ে যায়। আয়োজকেরা বলে আমার গানের টিকেট নাকি বিক্রি হয় না। আপনারাই বলেন এটা কি কোনো বিশ্বাসযোগ্য কথা!

রাজনীতি প্রসঙ্গ টেনে এনে তিনি বলেন বঙ্গবন্ধু তো বঙ্গবন্ধুই, কেউ যদি বলে শেখ হাসিনাও বঙ্গবন্ধু তবে তা হবে ভুল।

দর্শকের সামনে প্রশ্ন রেখে ন্যান্সি বলেন আপনারা যদি আমার গান পছন্দ না করেন তাহলে আমি স্বেচ্ছায় এই পথ থেকে সরে দাঁড়াবো। আর দশটা নারী যেভাবে জীবন কাটায় আমিও তেমনিভাবে বাকি জীবনটা কাটিয়ে দিবো।

(ওএস/এটিআর/আগস্ট ২২, ২০১৪)