স্টাফ রির্পোটার, গাজীপুর : গাজীপুর মহানগরের বিভিন্ন এলাকায় সড়ক সম্প্রসারণের নামে কোন ধরনের ক্ষতিপূরণ ছাড়াই মানুষের ঘরবাড়ি ভাঙার প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি পেশ করা হয়েছে।

বুধবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনের রাজবাড়ী সড়কে নগরের বিভিন্ন ওয়ার্ড থেকে আসা নানা বয়সী নারী-পুরুষ এই মানববন্ধনে অংশ নেয়।

লিখিত বক্তব্যে ক্ষতিগ্রস্তরা বলেন, হাইকোর্টের নিষেধাজ্ঞা থাকা সত্বেও আইন কানুনের তোয়াক্কা না করে গাজীপুর সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ(মেয়র) উন্নয়নের নামে জোরপূর্বক ভেকু ও বুলডোজার দিয়ে গরিব মানুষের বাড়ি ঘর ভেঙ্গে দিচ্ছে। তাই তারা এ বিষয়ে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী হস্তক্ষেপ কামনা করছেন।

মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি জমা দেয়া হয়।

(এস/এসপি/জানুয়ারি ১৩, ২০২১)