নওগাঁ প্রতিনিধি : আগামী ৩০ জানুয়ারি নওগাঁ পৌরসভার নির্বাচন। এই নির্বাচনকে ঘিরে প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের প্রচার-প্রচারণা এখন তুঙ্গে। 

ইতোমধ্যেই প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে ভোট প্রার্থনা করতে শুরু করেছেন। প্রতিটি প্রার্থীর কর্মী-সমর্থকরা নিজ নিজ প্রার্থীদের সৎ, দূর্ণীতিমুক্ত, সমাজ সেবক, মাদকমুক্ত, ডিজিটাল পৌরসভা গঠনে নিবেদিত প্রান আখ্যা দিয়ে সাধারন মানুষের কাছে ভোট চেয়ে ফিরছে। প্রচার-প্রচারণায় প্রতিটি প্রার্থীকেই সৎ ও যোগ্য প্রার্থী হিসেবে প্রচার করা হলেও ভোটারদের হিসেব-নিকেশ আলাদা। সামনাসামনি সকলকেই ভোট দেয়ার কথা বললেও তারা ভোট দেবে গোপনে তাদের পছন্দের একজনকেই। মার্কা ঘোষনার পর থেকেই বেলা ২টা থেকে রাত ৮টা পর্যন্ত মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদের প্রার্থীর কর্মী-সমর্থকরা মাইকে প্রচার-প্রচারনা চালিয়ে যাচ্ছেন। শহরের প্রতিটি মহল্লার অলিতে-গলিতে মাইকের প্রচারনায় যেন কান ঝালাপালা।

নওগাঁ পৌরসভায় জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নির্মল কৃষ্ণ সাহা এবার আওয়ামীলীগ মনোনীত প্রার্থী হিসেবে নৌকা প্রতীকে ভোট করছেন। জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারাকে বেগবান করতে তিনি ভোটারদের দ্বারে দ্বারে ভোট চেয়ে ফিরছেন। দীর্ঘদিনের অবহেলীত নওগাঁ পৌরসভাকে উন্নয়নের মডেল পৌরসভায় পরিনত করার অঙ্গীকার করছেন তিনি। অপরদিকে বিএনপি মনোনীত মোঃ নজমুল হক ধানের শীষ মার্কা নিয়ে, মোঃ আতিকুর রহমান ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে হাতপাখা মার্কা এবং মোঃ ইফতারুল ইসলাম বকুল জাতীয় পার্টি থেকে লাঙ্গল মার্কা নিয়ে প্রতিদ্বন্দিতা করছেন। নওগাঁ পৌরসভায় মেয়র পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। এছাড়া ৯টি ওয়ার্ডে সাধারন কাউন্সিরর (পুরুষ) পদে ৫৭ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে বৃহত্তর ৩টি ওয়ার্ডে ১৯ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। প্রচার-প্রচারনায় কেউ যের পিছিয়ে নেই।

পৌরসভার নাগরিকদের দাবী, পৌরসভার দীর্ঘদিনের অবহেলিত রাস্তাঘাট, ড্রেন, বিশুদ্ধ পানি সরবরাহ, সড়ক বাতি ব্যবস্থা নিশ্চিত করবে তথা পৌর নাগরিকদের সেবা নিশ্চিত করবে এমন জনপ্রতিধি প্রত্যাশা করেন পৌরবাসী। এমন প্রার্থীকেই ভোট দিতে চান ভোটাররা।

(বিএস/এসপি/জানুয়ারি ১৪, ২০২১)