স্টাফ রিপোর্টার : খুলনা শহরের হরিণটানা রিয়াবাজার এলাকায় বাড়ি ভাড়ার জন্য পাঁচ দিন শিশুসন্তানসহ মা কে তালাবদ্ধ করে রাখায় বালতির পানিতে ডুবে ৬ মাস বয়সী শিশু আজিজা তাসমিয়ার মর্মান্তিক মৃত্যুর ঘটনায় বাড়িওয়ালাকে দায়ী করে বাড়িওয়ালা মো. নওশের কে অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়েছে ভাড়াটিয়া পরিষদ।

আজ বৃহস্পতিবার সংবাদ মাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ দাবি জানান সংগঠনের সভাপতি মোঃ বাহারানে সুলতান বাহার ও সাধারণ সম্পাদক জান্নাত ফাতেমা।

বিজ্ঞপ্তিতে নেতৃবৃন্দ বলেন, “আমরা জাতীয় গণমাধ্যমে খুলনার এ হৃদয়বিদারক ঘটনাটি জানতে পেরেছি। গত ডিসেম্বরে কাঠমিস্ত্রি ইমদাদুল ইসলাম ও তার স্ত্রী তামান্না মাসে ৪ হাজার টাকা ভাড়ায় রিয়াবাজার এলাকায় একতলা বাড়ির দুটি কক্ষ ভাড়া নেন। প্রথম মাসের টাকায় নিজেরা ঘরটি মেরামতের কাজ করেছেন। কিন্তু জানুয়ারি মাসের অগ্রিম ভাড়া দিতে না পারায় ৬ জানুয়ারি থেকে ঘরে শিশু সন্তানসহ তামান্নাকে তালাবদ্ধ করে রাখেন বাড়িওয়ালা নওশের। তালাবদ্ধ থাকা অবস্থায় গত ১১ জানুয়ারি মেয়েকে ঘরে রেখে মা বাড়ির ভিতর দিয়ে ছাদে কাপড় শুকাতে যান। এ সময় শিশুটি খেলতে গিয়ে বালতির পানিতে পড়ে যায়। ঘরে এসে তিনি শিশুটিকে ওই অবস্থা থেকে উদ্ধার করলেও বাইরে থেকে ঘর তালাবদ্ধ থাকায় চিকিৎসকের কাছে নিতে পারেননি। ফলে নিষ্পাপ শিশুটির মর্মান্তিক মৃত্যু ঘটে।”

ভাড়াটিয়া পরিষদ নেতৃবৃন্দ বলেন, “এ ঘটনায় সম্পূর্ণভাবে বাড়িওয়ালা নওশের দায়ী। অথচ পুলিশ হত্যা মামলা না নিয়ে অপমৃত্যু মামলা নিয়েছে। আমরা পুলিশের কাছে আহ্বান জানাই, ভাড়ার টাকার জন্য ঘর তালাবদ্ধ করে রাখার মতো অমানবিক কাজ যে বাড়িওয়ালা করতে পারে তাকে অবিলম্বে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করুন। অন্যথায় সর্বস্তরের ভাড়াটিয়াকে সাথে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।”

(বিজ্ঞপ্তি/এসপি/জানুয়ারি ১৪, ২০২১)