ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের শৈলকূপা পৌরসভা নির্বাচন ঘিরে নেয়া হয়েছে নানা প্রস্তুতি। ইতোমধ্যে পুলিশ, বিজিবি সদস্যরা টহল শুরু করেছে পৌর নির্বাচনী এলাকায়।

শৈলকূপা উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার জুয়েল আহমেদ জানান, কিছু অনাকাঙ্খিত ঘটনার পর আইন-শৃঙ্খলা পরিস্থিতি এখন শান্ত রয়েছে।

প্রতিটিকেন্দ্রে ১ জন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট, বিভিন্ন কেন্দ্রে ২ জন জুডিমিয়াল ম্যাজিস্ট্রেট, ২ প্লাটুন বিজিবি এবং ৪শ’ পুলিশ সদস্য এবং ১৩৫ জন আনসার সদস্য দায়িত্ব পালন করবে। ভোটা স্বুষ্ঠ করতে সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে।

আগামীকাল সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। এখানে মেয়র পদে ৪, কাউন্সিলর পদে ৩৬ ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করছে। ৯ টি ওয়ার্ডের ২৮৬৩২ জন ভোটার ১৫ টি কেন্দ্রের ৯২ টি কক্ষের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

(একে/এসপি/জানুয়ারি ১৫, ২০২১)