এম এ হিরা, গোয়ালন্দ (রাজবাড়ী) : ঢাকা রেঞ্জের ডিআইজি (উপ মহাপরিদর্শক) হাবিবুর রহমান তার নিজস্ব অর্থায়নে উত্তরণ ফাউন্ডেশন এর উদ্যোগে যৌনকর্মীদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

শনিবার দুপুর ১ টার দিকে রাজবাড়ী জেলা পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান এর উপস্থিতিতে এ কম্বল বিতরণ করা হয়।

কম্বল বিতরণের সময় রাজবাড়ী জেলা পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান বলেন, অসহায় যৌনকর্মীদের নিয়ে ছিনিমিনি খেলার দিন শেষ। তারা সুবিধা বঞ্চিত তাদের এই দুর্বলতার সুযোগ নিয়ে কেউ কোনো ফায়দা লুটতে চাইলে তার পরিণতি ভালো হবে না। আগে থেকেই আপনারা সাবধান হোন। রাজবাড়ী জেলার সাধারণ মানুষকে নিরাপত্তার চাদরে ঢেকে রাখতে যারা দুষ্টু প্রকৃতির আছেন তাদেরকে আগে থেকেই সাবধান করে দিচ্ছি “হয় আপনারা থাকবেন না হয় রাজবাড়ী জেলা পুলিশ থাকবে” সময় আছে এখনো আপনারা খারাপ পথ থেকে বের হয়ে এসে সাধারণ জীবন যাপন করুন।

দৌলতদিয়ায় ১৩ শত শীতার্ত যৌনকর্মীর মধ্যে কম্বল বিতরনের সময় আরো উপস্থিত ছিলেন, সাবেক সংরক্ষিত মহিলা আসনের এমপি লাভলী চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সালাউদ্দিন , শেখ শরীফ-উজ-জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), রাজবাড়ি, ডি আই ওয়ান সাইদুর রহমান, গোয়ালন্দ ঘাট থানার ওসি আব্দুল্লাহ্-আল- তায়াবীর, দৌলতদিয়া পূর্বপাড়া অসহায় নারী ঐক্য সংগঠনের সভানেত্রী ঝুমুর বেগম, দৌলতদিয়া মুক্তি মহিলা সমিতির চেয়ারম্যান মর্জিনা বেগম সহ জেলা ও গোয়ালন্দ ঘাট থানার পুলিশের সদস্য ও অফিসারগণ উপস্থিত ছিলেন।এসময় শীতার্ত যৌনকর্মীরা কম্বল হাতে পেয়ে ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান স্যারকে ধন্যবাদ জানান।

(এইচ/এসপি/জানুয়ারি ১৬, ২০২১)