কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ায় তরমুজ খেয়ে স্মৃতি (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া একই পরিবাবের ৮ জনসহ কমপক্ষে ৩০ জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।

আজ রোববার দুপুরে কুমারখালীর কালুয়াতে এ ঘটনা ঘটে।
জানা যায়, দুপুরে কালুয়া গ্রামের আসকর আলী কুমারখালী বাসষ্ট্যান্ড থেকে তরমুজ কিনে বাড়িতে নিয়ে যায়। এরপর ওই তরমুজ তার পরিবার ও প্রতিবেশীরা এক সাথে খায়।
এর কিছুক্ষণ পরই একে একে তারা সবাই অসুস্থ হয়ে পড়ে। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে। পরে চিকিৎসধীন অবস্থায় আসকর আলীর কন্যা স্মৃতি মারা যায়।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালে সিনিয়র মেডিকেল অফিসার ডা. সালেক মাসুদ জানান, ধারণা করা হচ্ছে তরমুজে কোন কেমিক্যাল দেওয়ার ফলে তার বিষক্রিয়ার ওই শিশুর মৃত্যু হয়েছে।
(কেকে/এএস/এপ্রিল ২০, ২০১৪)