নান্দাইল প্রতিনিধি : আনোয়ার হোসেন মিল্টন রচিত "জ্যোৎস্না ছায়ায় ঘাসফুল" কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে। শনিবার বিকেল ৪টায় নান্দাইল উপজেলা হলরুম মিলনায়তনে কাব্যগ্রন্থটির মোড়ক উন্মোচন করা হয়। 

এ উপলক্ষে এক অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মো. এরশাদ উদ্দিন এর সভাপতিত্ব করেন। অরবিন্দ পাল অখিলের সঞ্চালনায় মিলনায়তনে উপস্থিত সুধীজনের মাঝে ‘"জ্যোৎস্না ছায়ায় ঘাসফুল "কাব্যগ্রন্থ থেকে কয়েকটি কবিতা আবৃত্তি করা হয়।

আনোয়ার হোসেন মিল্টন উপজেলা সুপার -ভাইজার এর প্রথম কাব‍্যগ্রন্হের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়াম্যান হাসান মাহমুদ জুয়েল উপজেলা চেয়ারম্যান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রোকন উদ্দিন আহম্মদ। মূখ্য আলোচক কবি অধ্যাপক সোহরাব পাশা এ কাব্যগ্রন্থের উপর আলোকপাত করেন।

তিনি বলেন, আনোয়ার হোসেন মিল্টন এর প্রথম কাব্যগ্রন্থ হিসেবে প্রশংসার দাবিদার। কারণ তিনি গ্রন্থটি রচনা করেছেন অত্যন্ত সহজ ও শ্রুতিমধুর ভাষায়। এটি যেকোনো পাঠক পড়ে কবিতাগুলোর প্রেমে পড়ে যাবে। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে
নান্দাইল উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, লেখক কবি সাহিত্যিক ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

(এপি/এসপি/জানুয়ারি ১৬, ২০২১)