মো.আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার : মৌলভীবাজারের কুলাউড়া ও কমলগঞ্জ পৌরসভায় আওয়ামী লীগের মনোনিত উভয় প্রার্থীই নির্বাচিত হয়েছেন।

শনিবার (১৬ জানুয়ারি) রাতে বেসরকারিভাবে এই ফলাফল জানা যায়।

নির্বাচনে ৪ হাজার ৮ শত ৩৮ ভোট পেয়ে কুলাউড়া পৌরসভার মেয়র নির্বাচিত হন সিপার উদ্দিন আহমদ। কমলগঞ্জ পৌরসভার মেয়র নির্বাচিত হন জুয়েল আহমেদ। তিনি নৌকা প্রতীক নিয়ে ৫ হাজার ২ শত ৫৭ ভোট পান।

মেয়র পদে নৌকা প্রতীক নিয়ে অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। ধানের শীষ প্রতীকে সাবেক মেয়র কামাল উদ্দিন আহমদ জুনেদ পেয়েছেন ১ হাজার ৭৭৬ ভোট, নারকেল গাছ প্রতীকে বর্তমান মেয়র শফি আলম ইউনুস পেয়েছেন ২ হাজার ৯৯৪ এবং জগ প্রতীকে শাহাজান মিয়া পেয়েছেন ৪ হাজার ৬৮৫ ভোট।

মেয়র পদে নৌকা প্রতীক নিয়ে অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। ধানের শীষ প্রতিকের সাবেক মেয়র কামাল উদ্দিন আহমদ জুনেদ পেয়েছেন ১ হাজার ৭৭৬ ভোট, নারকেল গাছ প্রতীকে বর্তমান মেয়র শফি আলম ইউনুস পেয়েছেন ২ হাজার ৯৯৪ এবং জগ প্রতীকে শাহাজান মিয়া পেয়েছেন ৪ হাজার ৬৮৫ ভোট।

(একে/এসপি/জানুয়ারি ১৬, ২০২১)