বগুড়া প্রতিনিধি : শনিবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় বেসরকারিভাবে ঘোষিত ফলাফল অনুযায়ী বগুড়া জেলার সারিয়াকান্দি পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মতিউর রহমান, আদমদীঘির সান্তাহার পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনীত আলহাজ তোফাজ্জল হোসেন ভুট্টু এবং শেরপুর পৌরসভা নির্বাচনে মেয়র নির্বাচিত হয়েছেন বিএনপির বিদ্রোহী প্রার্থী জানে আলম খোকা।

উপজেলা নির্বাচন কর্মকর্তার অফিস মাধ্যমে জানা যায়, বগুড়ার সারিয়াকান্দি পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মতিউর রহমান (নৌকা) ৬ হাজার ৫৭৪ ভোট পেয়ে বেসকারি ফলাফলে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্রপ্রার্থী আলমগীর শাহী সুমন (নারিকেল গাছ) পেয়েছেন ২ হাজার ৭৯৬ ভোট।

অন্যদিকে বগুড়ার আদমদীঘির সান্তাহার পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আশরাফুল ইসলাম মন্টুকে হারিয়ে বিএনপির ধানের শীষের প্রার্থী আলহাজ তোফাজ্জল হোসেন ভুট্টু মেয়র নির্বাচিত হয়েছেন। তিনি তৃতীয়বারের মতো মেয়র নির্বাচিত হলেন। বেসরকারিভাবে ঘোষিত ফলাফল অনুযায়ী, তোফাজ্জল হোসেন ভুট্টু পেয়েছেন ৭ হাজার ৮১৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকার প্রার্থী আশরাফুল ইসলাম মন্টু ভোট পেয়েছেন ৭ হাজার ৩৯৭।

বগুড়ার শেরপুর পৌরসভার মেয়র নির্বাচিত হয়েছেন বিএনপির বিদ্রোহী প্রার্থী জানে আলম খোকা। নির্বাচনে জানে আলম খোকা জগ প্রতীকে পেয়েছেন আট হাজার ৭৬৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীক পেয়েছেন চার হাজার ৬৮১ ভোট। এছাড়া বিএনপি প্রার্থী স্বাধীন কুমার কুণ্ডু পেয়েছেন চার হাজার ১৪৪ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশের দলীয় মনোনীত প্রার্থী প্রতীক হাতপাখা পেয়েছেন ৫৫৬ ভোট।

সংশ্লিষ্ট পৌরএলাকার সহকারী রির্টানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তাবৃন্দ তথ্য নিশ্চিত করেছেন।

(আর/এসপি/জানুয়ারি ১৬, ২০২১)