লাইফস্টাইল ডেস্ক : শীতে চুল হয়ে যায় রুক্ষ্ম-শুষ্ক। তার উপরে যদি হেয়ার ড্রায়ার ব্যবহার করা হয়; তাহলে চুলের আগা ফাটাসহ চুল পড়ে যাওয়ার লক্ষণ দেখা দেয়। হেয়ার ড্রায়ার চুলের ময়েশ্চারাইজার শুষে নেয়।

তাই চুল শুকাতে হেয়ার ড্রায়ারের ব্যবহার কমিয়ে আনা উচিত। এরপরেও যদি নিয়মিত হেয়ার ড্রায়ার ব্যবহার করতেই হয়, তবে মানতে হবে বেশ কিছু সতর্কতা।

>> হেয়ার ড্রায়ারে দুইটি অপশন রয়েছে। একটি ঠান্ডা বাতাস, অন্যটি গরম বাতাস। যদিও গরম বাতাসে চুল দ্রুত শুকায়; তবে ঠান্ডা বাতাস দিয়ে চুল শুকানো উচিত।

>> চুল শুকানোর পর অবশ্যই ভালো মানের হেয়ার সিরাম ব্যবহার করতে হবে।

>> নিয়মিত হেয়ার ড্রায়ার ব্যবহার করলে সপ্তাহে অন্তত ৩ দিন চুলে তেল দেওয়া আবশ্যক। এতে চুল ভালো থাকবে।

এবার জেনে নিন হেয়ার ড্রায়ার ব্যবহার না করে চুল শুকানোর উপায়-

>> চুল শ্যাম্পু করার পর ভালোভাবে তোয়ালেতে পেঁচিয়ে নিন। দেখবেন তাতেই চুলে থাকা ৭০ থেকে ৮০ শতাংশ শুকিয়ে গিয়েছে।

>> মাইক্রো ফাইবারযুক্ত তোয়ালে ব্যবহার করুন।

>> শ্যাম্পু করার পর কন্ডিশনার ব্যবহার করলে চুল দ্রুত শুকায়।

(ওএস/এসপি/জানুয়ারি ১৭, ২০২১)