স্টাফ রিপোর্টার : ছিনতাইকারীর কবলে পড়ে রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) দুই শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার দিনগত রাত ২টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত র‌্যাব-২ কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থী কনকন চাকমা ও অভি চাকমা।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই দুই শিক্ষার্থী আগারগাঁও বাজার থেকে রাতের খাবার শেষ করে হলে ফিরছিলেন। র‌্যাব-২ কার্যালয়ের সামনে পৌঁছলে একটি সাদা প্রাইভেটকার তাদের গতিরোধ করে। এ সময় চারজন ছিনতাইকারী ছুরি দেখিয়ে তাদের মোবাইল হ্যান্ডসেট এবং মানিব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। একপর্যায় কনকন চাকমা দৌড় দিলে ছিনতাইকারীরা তাদের ওপর হামলা চালিয়ে অভি চাকমাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

গুরুতর আহত অবস্থায় অভি চাকমাকে প্রথমে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) ভর্তি করা হয়।

অভির প্রচুর রক্তক্ষরণ হচ্ছে। আল্ট্রাসনোগ্রাম রিপোর্ট না পাওয়া পর্যন্ত কিছু বলা যাচ্ছে না বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।

(ওএস/এইচআর/আগস্ট ২৩, ২০১৪)