চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা হল্ট ও জয়নগর সীমান্ত থেকে ১৬৭ বোতল ভারতীয় ফেনসিডিলসহ শিল্পী বেগম (৩০) নামের এক চোরাচালানীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আটককৃত শিল্পী সদর উপজেলার আকন্দবাড়িয়া আবাসন এলাকার হাসান আলীর স্ত্রী।

শনিবার সকাল ৭ টার দিকে তাকে আটক করা হয়।

বিজিবি জানায়, শনিবার সকালে দর্শনা বিজিবি ক্যাম্পের কোম্পানী কমান্ডার সুবেদার মহসিন আলীর নির্দেশে নিমতলা ক্যাম্পের হাবিলদার আসাদুল করিম সঙ্গীয় ফোর্সসহ দর্শনা হল্ট এলাকা থেকে ২৪ বোতল ফেনসিডিলসহ শিল্পী বেগমকে আটক করে।

এর আগে, রাত ৩ টার দিকে একই ক্যাম্পের নায়েক সঙ্গীয় ফোর্সসহ দর্শনা জয়নগর সীমান্তে টহল দেওয়ার সময় তিনজন চোরাচালানীকে দেখে চ্যালেঞ্জ করে। এসময় তারা দুইটি প্লাস্টিকের বস্তা ফেলে পালিয়ে যায়। বস্তা তল্লাশি করে ১৪৩ বোতল ফেনসিডিল উদ্ধার করে বিজিবি।

অপরদিকে চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার উথলী বিশেষ ক্যাম্পের বিজিবি যশোর-কালিগঞ্জ সড়ক থেকে ভারতীয় থ্রি-পিচ, চকলেট ও হরলিকস্ জব্দ করেছে। যার মূল্য ৫ লাখ টাকা।

বিজিবি জানায়, শুক্রবার দিবাগত রাত ৮ টার দিকে চুয়াডাঙ্গাস্থ-৬ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর আনোয়ার জাহিদের নেতৃত্বে উথলী বিশেষ ক্যাম্পের কমান্ডার মিন্টু মিয়া সঙ্গীয় ফোর্সসহ গোপন তথ্যের ভিত্তিতে যশোর থেকে ছেড়ে আসা কালিগঞ্জ গামী একটি যাত্রীবাহি বাস তল্লাশি করে এ সব ভারতীয় মালামাল জব্দ করে।

(ওএস/এইচআর/আগস্ট ২৩, ২০১৪)